34 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মাইক্রোসফট বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল

মাইক্রোসফট বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল

মাইক্রোসফট বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল

বিএনএ, ঢাকা : বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নিয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে তারা। গুগল, ফেসবুক ও অ্যামাজনের পরে মাইক্রোসফট চতুর্থ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিল।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোসফট রিজিওনাল সেলস প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর শীর্ষস্থানীয় আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরের জন্য নিবন্ধন করেছে।

তিনি বলেন, ‘আমরা এখন এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রিটার্ন পাবো এবং প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত হওয়ার পরে অডিট করবো।’

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে কাজ করবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ