36 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » স্কুলে স্কুলে চলছে নতুন বই বিতরণ

স্কুলে স্কুলে চলছে নতুন বই বিতরণ

স্কুলে স্কুলে চলছে নতুন বই বিতরণ

নতুন বছরের শুরুর দিন এবার বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম শনিবার(১জানুয়ারি) থেকে শুরু হয়েছে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ বছরও বই উৎসব হচ্ছে না।  এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীদের নিকট বই বিতরণ করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন।

ছবি-বিএনএ/সাইদুল আজাদ

Loading


শিরোনাম বিএনএ