20 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ১৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

১৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল


বিএনএ, ঢাকা: নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় ১৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির তথ্য অনুযায়ী, লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনের কাছে তাদের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।

আইএসপিগুলো হলো- আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।

সম্প্রতি এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে বিটিআরসি। এতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স নবায়নের আবেদন করেনি ১৪টি প্রতিষ্ঠান। এতে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান লঙ্ঘিত হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে।

এখন থেকে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বলেও জানায় বিটিআরসি।

প্রতিষ্ঠানগুলোকে আইএসপি লাইসেন্স সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়ে বিটিআরসি আরও জানায়, সংশ্লিষ্ট সকলকে বাতিলকৃত আইএসপি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদনসহ সেবা গ্রহণ বা প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ