29 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৫
Bnanews24.com
Home » দিনাজপুরে সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

দিনাজপুরে সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ১


বিএনএ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির স্ক্রাববাহী ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্যপাড়া মহাসড়কের রসুলপুর নামক গ্রামের কাছে থেকে বড় পুকুরিয়ার সেনা ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। সেখানে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

গ্রেপ্তার হওয়া তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি নিজেকে এনসিপির পার্বতীপুর উপজেলার মুখ্য সংগঠক হিসেবে দাবি করে আসছেন।

‎জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাক করে কয়লাখনি থেকে বের হয়। ট্রাক দুটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় পৌঁছালে গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন চাঁদা দাবি করে। ড্রাইভার তা দিতে অস্বীকার করলে তরিকুল একটি ট্রাকে উঠে পড়ে এবং ভয়ভীতি দেখাতে থাকে। ট্রাক ততক্ষণে মধ্যপাড়া এলাকায় পৌঁছে যায়। ওই সময় তারিকুল ট্রাকটি থেকে নামার চেষ্টা করে।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করে। এ সময় পালিয়ে যায় তার সহযোগীরা। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থান করা সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তরিকুলকে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বড় পুকুরিয়ার সেনা ক্যাম্পের সদস্যরা চাঁদাবাজি ও ট্রাক আটকের অভিযোগে তরিকুল নামে একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। সেই মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ