বিএনএ, চট্টগ্রাম: ৯ বছর পর আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সমাবর্তন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে সমাবর্তনের জোর প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর পাশাপাশি এমবিবিএস সম্পন্ন করা এক হাজার ৪২৭, ডেন্টাল ও নার্সিং কলেজের ৪২০, মেডিকেল টেকনোলজিস্ট ৩৩৪ শিক্ষার্থী সনদ নেবেন। এ ছাড়া পিএইচডি সম্পন্ন করা ৩৯ জন এবং এমফিল করা ৪২ জন শিক্ষার্থী তাদের সনদ নেবেন।
সমাবর্তনের প্রধান বক্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে সভাপতির দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক উপাচার্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তন উপলক্ষে সমাবর্তনের লোগো উন্মোচন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উন্মোচিত লোগোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার আলোকে আগামীর পথচলার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। সমাবর্তনের এ লোগো আগামী দিনের সব আনুষ্ঠানিক কার্যক্রম, স্মারক ও প্রচারণায় ব্যবহৃত হবে।
এ বিষয়ে চবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, এবার ইতিহাসের সেরা সমাবর্তন হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র দিয়ে এসেছি। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। তাছাড়া এবারের সমাবর্তনে আইনশৃঙ্খলার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভলান্টিয়ারের দায়িত্বে থাকবে। সেই সঙ্গে পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা থাকবেন।
বিএনএনিউজ/ নাবিদ