17 C
আবহাওয়া
৫:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » থার্টিফার্স্টে ঢাবির ৬ নির্দেশনা

থার্টিফার্স্টে ঢাবির ৬ নির্দেশনা

ঢাবির পরীক্ষায় কান-মুখ খোলা রাখার নোটিশ চেম্বারেও স্থগিত

বিএনএ, ঢাবি:  ইংরেজি নববর্ষ থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোয় নিষেধাজ্ঞাসহ ছয়টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা রয়েছে-

ক্যাম্পাসের ভেতরে উন্মুক্ত স্থানে সভা বা সমাবেশ করা যাবে না। ফানুস উড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না।
৩১ ডিসেম্বর বিকেল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশের সব গেটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। ছাত্র-ছাত্রীরা বৈধ আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে বন্ধু-বান্ধব নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না।

সব হলের নিরাপত্তার স্বার্থে প্রভোস্টরা ওইদিন সভা আহ্বান করবেন এবং রাত ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রাধ্যক্ষ সব হাউজ-টিউটর হলে উপস্থিত থাকবেন। প্রভোস্টরা নববর্ষ উদযাপন উপলক্ষে হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি ও নিমকি বিতরণের ব্যবস্থা নেবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ