24 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বর্ষবরণে প্রস্তুত রাঙামাটি

বর্ষবরণে প্রস্তুত রাঙামাটি

বর্ষবরণে প্রস্তুত রাঙামাটি

বিএনএ, রাঙামাটি : বছরের শেষ দিনে রাঙামাটিতে ১০ হাজারের অধিক পর্যটকের পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠেছে রূপের রানী রাঙামাটি। প্রায় পর্যটক কেন্দ্র গুলোতে খ্রিস্টীয় ২০২৩ নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

পর্যটন সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, রাঙামাটিতে বছরের শেষ দিনে পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ইতোমধ্যে সাজেকে প্রায় সকল হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। তবে শহরের ৫৫ টি হোটেলে বুকিং অন্যান্যবারের চেয়ে কম। তার জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে দায়ি করছেন ব্যবসায়ীরা।

সাজেকের জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক কনক ত্রিপুরা বলেন, আমাদের কোনো কক্ষ খালি নেই। সব কক্ষ আগেই থেকেই বুকিং হয়ে গেছে। আশা করি নতুন বছরে পর্যটকদের আরও ভালোভাবে সেবা দিতে পারবো।
বর্ষবরণে প্রস্তুত রাঙামাটি

এদিকে কাপ্তাইয়ের বালুরচর এলাকায় প্রশান্তি পার্কে বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে উপলক্ষে এই বিনোদন কেন্দ্রে কর্নসাট এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের ব্যবস্থাপক শাওন।

ঢাকা থেকে ঘুরতে আসা আলাউল জানান, বছরের শেষ দিনকে স্মৃতি হিসেবে রাখতে স্বপরিবার নিয়ে রাঙামাটিতে ঘুরতে এসেছি। সাদা মেঘের ভেলা ও কাপ্তাই হ্রদে নৌকা নিয়ে ভ্রমণ মন কেড়ে নিয়েছে। নতুন বছর সবার শান্তি বয়ে আনুক।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত বন্ধে ভালোই বুকিং ছিলো, এখন কমে গেছে। বিগত বছরের তুলনায় অনেক বুকিং কম এ বছর।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ