27 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে প্রথম ২০২২ সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড

বিশ্বে প্রথম ২০২২ সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড

বিশ্বে প্রথম ২০২২ সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২২ সালকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (৩১ ডিসেম্বর) অকল্যান্ডে আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো দেশটি। এর মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হলো। বেশ জাঁকজমকভাবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ডবাসী।

অকল্যান্ডের পুরো শহরজুড়ে আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি। সেখানকার হারবার ব্রিজ, স্কাই টাওয়ার ও যুদ্ধ যাদুঘর যেন আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের অন্ধকার তাড়িয়ে দিয়ে উৎসবে মেতে ওঠেছে পুরো শহর।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডে করোনা সংতক্রমণের হার  ‍খুবই কম। মূলত, এই কারণে অকল্যান্ডে আতশবাজি ফাটিয়ে জনসমাবেশে নববর্ষ উদযাপন শুরু হয়।

বিশ্বে প্রথম ২০২২ সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড

 

২০২১ সালটি বিশ্ববাসীর বাজেভাবে কেটেছে। কারণ, করোনা আতঙ্কের মধ্যে তাদের দিন অতিবাহিত হয়েছে। অধিকাংশ সময় থাকতে হয়েছে ঘরবন্দি। কোভিড-১৯ ও লকডাউন প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িত ছিল।

বিদায়ী বছরের শেষদিকে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যা অনেক দেশে নতুন বছর বরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে ইংরেজি নতুন বছরের অনুষ্ঠান সংকুচিত করেছে বিশ্বের বহু দেশ।

সেই তালিকায় রয়েছে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বেশ কিছু দেশ। কারণ, এই তিন মহাদেশীয় অঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যা বিশ্ববাসীর মনে ত্রাস ছড়াচ্ছে। এমন নানা খারাপ খবরের মধ্যেও মানুষকে আনন্দ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। নতুন বছরে  ভালো কিছুই প্রত্যাশা করছেন তারা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ