19 C
আবহাওয়া
৯:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বোন রেহানাকে নিয়ে পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

বোন রেহানাকে নিয়ে পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

বোন রেহানাকে নিয়ে পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক : বোন রেহানাকে নিয়ে পদ্মা সেতু দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে স্বপ্নের পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে দেখেছেন দুই বোন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে নেমে ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়ায় বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরিদর্শন শেষে ফের রাজধানীর উদ্দেশে রওনা হন।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সেতুর কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৩০ জুন যান চলাচলের জন্য উদ্বোধনের কথা রয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ