21 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গোপালগঞ্জে ইটভাটায় অভিযান, ২লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে ইটভাটায় অভিযান, ২লাখ টাকা জরিমানা


বিএনএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় অনুমোদনহীন ভাবে গড়ে উঠা ২টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রম্যমাণ আদালত। পাশাপাশি এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মনোয়ার হোসেন সদর উপজেলার পুকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। সে সময় গোপালগঞ্জ অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান জানিয়েছেন, সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মেসার্স হাশেম ব্রিকস ও মেঘনা বিক্সের মালিক পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন বা লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিলেন। যা আইনের লঙ্ঘন। এ কারণে এই ২টি ইট ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে।

সেইসঙ্গে মেসার্স হাশেম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মেঘনা ব্রিকসের মালিক পলাতক থাকায় তার ভাটার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ