17 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ২০২১ সালের ক্যালেন্ডার ঘোষণা করেছে বাফুফে

২০২১ সালের ক্যালেন্ডার ঘোষণা করেছে বাফুফে


বিএনএ,ক্রীড়া ডেস্ক: ২০২১ সালের ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আগামি ১৩ জানুয়ারি থেকে পেশাদার ফুটবল লিগের নতুন আসর শুরু হবে।বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামি এক বছরের সূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নতুন এই বর্ষপঞ্জিকায় পেশাদার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল ছাড়াও প্রতিটি জেলায় নিয়মিত লিগ চালুর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা এবং বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের খেলাও রাখা হয়েছে।

সে সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আগামি ১৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে পেশাদার ফুটবল লিগ। এখন থেকে এই বর্ষপঞ্জি মেনেই সব খেলা হবে। ক্লাবগুলোকেও এই নিয়ম মানতে বাধ্য করা হবে।প্রথম তিন মাসের মধ্যে জেলাগুলোকে লিগ শেষ করার জন্য বাফুফের পক্ষ থেকে পরিকল্পনা জানিয়ে দেয়া হয়েছে।এছাড়া এবার এক সাথে ঢাকা মহানগর ফুটবল লিগগুলো আয়োজন করা হবে।

করোনা পরিস্থিতিতে দেশে ভ্যাকসিন আসলে খেলোয়াড়রা অফিসিয়াল এবং সংগঠকরা যেনো সেটি পায় সেই ব্যাপারে বাফুফে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ