19 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নিজেদের তৈরী ভ্যাকসিন গণহারে ব্যবহারের অনুমোদন দিল চীন

নিজেদের তৈরী ভ্যাকসিন গণহারে ব্যবহারের অনুমোদন দিল চীন

নিজেদের তৈরী ভ্যাকসিন গণহারে ব্যবহারের অনুমোদন দিল চীন

বিএনএ,বিশ্বডেস্ক: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথমবারের মতো গণহারে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে দেশটিতে এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যদিও দেশীয় প্রতিষ্ঠান সিনোফার্মের এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি চীন। তবে এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট।

রয়টার্স জানায়, এমন এক সময় সাধারণ জনগণকে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত আসল যখন শীত মৌসুমের কারণে সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে।

ডিসেম্বরে প্রথমবারের মতো সিনোফার্মের এই ভ্যাকসিনব্যবহারের অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরাত।এর আগে গত জুলাই মাসে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর ভ্যাকসিনের জরুরি প্রয়োগ শুরু করে চীন।

এদিকে, চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে,পরীক্ষায় নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত টিকা ব্যবহারে অনুমোদন দেয়া যায় না।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ