15 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ৯৯৯ এ ফোন,ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৩

৯৯৯ এ ফোন,ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৩

৯৯৯

বিএনএ ডেস্ক : পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
৯৯৯ থেকে জানানো হয়েছে, বৃহষ্পতিবার সকাল ৬টায় রংপুরের পীরগাছার পূর্ব দামইনখোলা থেকে একজন জানান, তার পাশের বাড়ীতে একটি মেয়ের ঘরে কয়েকজন লোক জোর করে ঢুকে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিলো। মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছেন। ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে কলার জরুরি পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে পীরগাছা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পীরগাছা থানার এসআই রেজাউল ৯৯৯ কে ফোনে জানান, ঘটনাস্থল থেকে ধর্ষন চেষ্টার অভিযোগে বেলাল হোসেন (২৫), হারুনুর রশিদ (২৮) ও রাজু মিয়া (২২) নামের তিনজনকে আটক করে থানায় নিয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিএনএ/এসকে/ওজি

Loading


শিরোনাম বিএনএ