22 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ধ্বংস ছাড়া কিছুই দেখতে পায়না বিএনপি: ওবায়দুল কাদের

ধ্বংস ছাড়া কিছুই দেখতে পায়না বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনএ,ঢাকা:গণতন্ত্রকে এগিয়ে যাওয়ার পথে বিএনপি’র নেতিবাচক ও অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দলটি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন,যাদের হাত ধরে  স্বাধীন বাংলাদেশ এসেছে, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম।প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।বিএনপি এতদিন ‘না’ ছাড়া কিছুই দেখতে পেত না, এখন ধ্বংস দেখতে পায়। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা দলটির নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ চলছে।প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সারাদেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস।দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সকল আর্থসামাজিক সূচকে ইতিবাচক ধারা ফিরে এসেছে।বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না।আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে।দেশকে পিছিয়ে দিতে বিএনপি চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় অবস্থান করছে। তাই তারা রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না।তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে বলে জানান তিনি ।

ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা, আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে  অবিরাম বিষোদগার করতে পারছে। দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিচ্ছে এবং জয়লাভও করছে। তবে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার প্রয়াসে বিএনপি কোনো দায়িত্বশীল ভূমিকা রাখেনি, পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

তিনি বলেন,জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না।তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়।আর এজন্যই জনগণ বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে সাড়া দেয় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এছাড়া, করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এটাই বিএনপির কষ্টের কারণ বলে উল্লেখ করেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র