27 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৬ খালের দায়িত্ব পেল ঢাকার দুই সিটি করপোরেশন

২৬ খালের দায়িত্ব পেল ঢাকার দুই সিটি করপোরেশন


বিএনএ, ঢাকা :  রাজধানীর ২৬টি খালের দায়িত্ব আনুষ্ঠানিক দায়িত্ব পেল  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকার ওয়াসার নিয়ন্ত্রণে থাকা এ সব খাল এখন থেকে ঢাকা উত্তর ১৫টি এবং দক্ষিণ ১১টি খালের সার্বিক তত্ত্বাবধান করবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন মন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।

দায়িত্ব হস্তান্তর শেষে তাজুল ইসলাম বলেন, ‘খালগুলো দায়িত্ব নিয়ে আরও বেশি মনিটরিং করলে আজকের দায়িত্ব হস্তান্তর সার্থক হবে। তাই আমার অনুরোধ থাকবে সিটি করপোরেশন এই কাজে সফল হবে।’

মন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন রাজধানীর জলাবদ্ধতা নিরসনর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর একাজে ঢাকার খালগুলো বেশি কার্যকর হওয়া প্রয়োজন। নানা সমস্যায় খালগুলো সেভাবে কার্যকর হয়নি। তাই আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালগুলো আবারও সচল হয়ে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে।

এ সময়  ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম খালগুলো আমাদের কাছে হস্তান্তর করা হোক। সে দাবির পরিপ্রেক্ষিতে আজ হস্তান্তর করা হল। এখন আমরা আমাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ কাজ করবো।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী মার্চের মধ্যে তিনটি খাল ও ‍দুটি বক্স কালভার্ট পরিষ্কার করে পানি চলাচল নিশ্চিত করা হবে। আগামী জুনের মধ্যেই আমাদের নিজস্ব অর্থায়নে সব খাল পরিষ্কার করা হবে। সব খাল দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলেও জানান তিনি।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ