35 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বছরের শেষ দিনে ঢাকা-চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোট

বছরের শেষ দিনে ঢাকা-চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোট

প্রেসক্লাব

ঢাকা: জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১ হাজার ১৫১ জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম ফরিদা-ফারুক এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়াও প্যানেলের বাইরে নয়জন সদস্যসহ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি নির্বাচন কমিটি গঠিত হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম ক্লাবের দ্বিতীয় তলার এস রহমান হলে ভোটগ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। সভাপতি পদে আলী আব্বাস ও রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও সালাহ্উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুরুল আলম মঞ্জু ও স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসিন কাজী, যুগ্ম-সম্পাদক পদে আলমগীর সবুজ ও নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফারুক তাহের ও রাশেদ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, মোহাম্মদ শাহ আজম ও রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন খোকন ও মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও প্রণব বড়ুয়া অর্ণব, কার্যকরী সদস্য পদে আল রাহমান, কাশেম শাহ, খোরশেদুল আলম শামীম, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মোয়াজ্জেমুল হক ও শহীদুল্লাহ শাহরিয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

করোনা পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নির্বাচনী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

বিএনএ/ওজি/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ