21 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ২


রাজধানীর মিরপুরে  গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সেনটেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আল-আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। একপর্যায়ে পোশাকশ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, সকাল সাড়ে ৮টার দিকে তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিভিন্ন দাবিতে মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে  জানান, গুলিবিদ্ধ আহত দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ঝুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছে চিকিৎসকরা। তবে আল-আমিনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ