27 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএল শুরু ৩০ ডিসেম্বর

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে,  সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর থেকে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর।

বুধবার(৩০ অক্টোবর) বিসিবির সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রায় ৪০ দিনব্যাপী চলবে বিপিএল। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ১১তম আসরের। যদিও শুরু এবং শেষের সময় নির্ধারণ করেছে বিসিবি, তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।

এর আগে বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে গত ১৪ অক্টোবর ২০২৪ রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে দেশী-বিদেশী ক্রিকেটারদের মিশেলে পছন্দমতো স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের ফ্রাঞ্চাইজি মালিকানাতেও রয়েছে চমক। এবারে আসরে নেই টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে বিপিএলের সাথে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

আর ১১ বছর পর টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি হিসেবে নতুন করে যুক্ত হয়েছে চিটাগং কিংস।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ