14 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ৬ মেডিকেল কলেজের নাম বদল

৬ মেডিকেল কলেজের নাম বদল


বিএনএ, ঢাকা : দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ; নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ; জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নাম দেওয়া হয়েছে।

এ ছাড়া, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ