স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুরে দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জয়ী হওয়ায় নারী দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “তোমাদের নিয়ে গোটা জাতি গর্বিত।”
সাফের এই ফাইনালে মনিকা চাকমার শুরুর গোলের পর নেপাল সমতা ফেরালেও ঋতুপর্ণার শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ শিরোপা নিশ্চিত করে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ম্যাচে নেপালি দর্শকদের উপস্থিতির মধ্যেও বাংলাদেশের মেয়েরা জয় ছিনিয়ে নেয়।
সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার(৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে দেশে ফিরবেন। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠেছে সাফের ফাইনাল।এর মাঝে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। তবে আর কেউ গোলের দেখা পাচ্ছিল না, ব্যর্থতা নিয়ে ফিরছিল প্রতিপক্ষ রক্ষণভাগ থেকে। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্দা। সেটি ঠেকায় দেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। ৭১ ও ৭৬ মিনিটে পরপর দুটি প্রতি-আক্রমণে ব্যর্থতা নিয়ে ফেরে নেপালি মেয়েরা।
বিএনএনিউজ২৪,এসজিএন