20 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ বিদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ বিদেশি গ্রেপ্তার

Seremban

বিশ্বডেস্ক: মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২৪ বাংলাদেশিসহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে ৫ দিনের অভিযানে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (৩০ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং এক বিবৃতিতে বলেন,  গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন মহিলা রয়েছেন।

তিনি জানান, টানা ৫ দিনের অভিযানে এক হাজার ৫৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। এ সমস্ত বিদেশি শপিং মল, আসবাবপত্র, কার্পেটের দোকান, খুচরা মালামালের দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতো।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ