বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ব্লাড ব্যাংক আগামী সপ্তাহে খালি হয়ে যাবে। মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের ম্যানেজার এই সতর্কবার্তা দিয়েছেন।
বর্বর বিমান হামলায় যখন প্রতিদিন শত শত মানুষ হতাহত হচ্ছেন এবং প্রতিদিন যেখানে আহত ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন তখন সেখানে ব্লাড ব্যাংক খালি হতে চলেছে। এতে গাজার চিকিৎসা ব্যবস্থায় আরেক ধরনের বিপর্যয় সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।
সোমবার ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমের সাথে এক সাক্ষাৎকারে রিয়াদ মিকদাদ বলেন, প্রচুর পরিমাণে রক্তদানের পরেও গাজা উপত্যকায় রক্তের ঘাটতি দেখা দিয়েছে এই কারণে যে, ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে প্রতিদিন শত শত ফিলিস্তিনি আহত হচ্ছেন যাদের চিকিৎসা ও সুস্থ করে তোলার জন্য আরো অনেক বেশি রক্তের প্রয়োজন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আল-আকসা শহীদ হাসপাতালে তিনশর বেশি মারাত্মক আহত রোগীকে পাঠানো হয়েছে। তবে আশার কথা হচ্ছে- সেখানে আহত ও অসুস্থ লোকজনকে সুস্থ করে তোলার জন্য বিপুল সংখ্যক মানুষ প্রতিনি লাইন দিয়ে রক্ত দিচ্ছেন।
বিএনএনিউজ/এইচ.এম।