19 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি

বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি


বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি।

সোমবার (৩০ অক্টোবর) সকালে দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য।

কীভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, কোন প্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির একজন সদস্য জানান, চিঠিতে মহাসমাবেশের দিন ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ