21 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ‍কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি জানান, সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আরও একজন নিহত হন। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ