21 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ১৫ নভেম্বর থেকে নতুন সময়ে চলবে অফিস

১৫ নভেম্বর থেকে নতুন সময়ে চলবে অফিস

সোমবারের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার। মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ