26 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অনেক টাকা চাই শ্রীলেখার

অনেক টাকা চাই শ্রীলেখার

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: নিজের একটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। রোবাবর (৩০ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।’

এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’

অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকব। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হব।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ