17 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সত্যিই কি মা হয়েছেন পপি?

সত্যিই কি মা হয়েছেন পপি?

পপি

বিএনএ বিনোদন ডেস্ক, ঢাকা: ‘মা হয়েছেন ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ডাক্তারের দেওয়া নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ নভেম্বর। তবে নির্ধারিত তারিখের আগেই সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে নতুন অতিথি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

শনিবার (৩০ অক্টোবর) হঠাৎ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এমন খবর প্রকাশ করেছে। যদিও বিষয়টি নিয়ে পপির পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি এ ব্যাপারে জানতে পপির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এদিকে চলচ্চিত্র পাড়ায় পপির মা হওয়ার গুঞ্জন চাউর হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক নায়িকার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বেশ কয়েক মাস ধরেই আড়ালে আছেন পপি। সোশ্যাল মিডিয়া কিংবা মুঠোফোনেও হদিস মিলছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার। লোকচক্ষুর আড়াল হওয়ার পর থেকেই গুঞ্জন আছে, বিয়ে করে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত আছেন পপি। শোনা যাচ্ছে, বর্তমানে ব্যবসায়ী স্বামীর সঙ্গে গাজীপুরে বসবাস করছেন পপি। এ কারণেই চলচ্চিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন আছেন তিনি।

লাখো তরুণের হৃদয় বসবাস করা চিত্রনায়িকা পপির প্রেম ও বিয়ে নিয়ে দারুণ চর্চা হয়েছে। জীবনে কতবার প্রেমে পড়েছেন এমন প্রশ্নের জবাবে পপি জানিয়েছিলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করেননি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।

প্রসঙ্গত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে বাংলা চলচ্চিত্রে এই নায়িকার অভিষেক হয়। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন পপি। এরপর উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ