21 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সালাউদ্দিনকে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম

সালাউদ্দিনকে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম

পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সালাউদ্দিনকে

বিএনএ, ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করে হবে বলে হুমকি দিয়েছেন তারা।

শনিবার(৩১ আগস্ট) সকাল ১১টায় বাফুফে ভবনের সামনে ‘দুর্নীত হটাও ফুটবল বাঁচাও’ ব্যানারে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ এই আন্দোলন করেন এবং সাবেক ফুটবলার ও সংগঠকরা মানববন্ধনে এ ঘোষণা দেন।

মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক জানান, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ চাই, ‘আমরা চাই ক্রীড়াঙ্গনে আর কোনো দলীয়করণ কিংবা রাজনৈতিকীকরণ থাকবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক তাদের নিয়ে ফুটবল এগিয়ে যাবে। বাফুফের নির্বাচন পেছানো ও ফিফার নিয়ম মেনেই আমরা সালাউদ্দিনের পদত্যাগ চাই।

এক পর্যায়ে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে তাদের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানিয়ে যান। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন।

আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।

সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান ।

ফুটবল ফেডারেশনে মাহফুজ আক্তার কিরণের প্রভাব অনেক বেশী। গত কিছুদিন ধরেই কাজী সালাউদ্দিনসহ তার পদত্যাগ চেয়ে আন্দোলন করেছেন ফুটবল সমর্থকরা। আমিনুল অবশ্য কিরণকে নিয়ে ভাবছেনই না। সালাউদ্দিনের পদত্যাগই তাদের আন্দোলনের মূল বিষয়। সে ক্ষেত্রে প্রক্রিয়া না মানলে আসতে পারে ফিফার নিষেধাজ্ঞা।

বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ