17 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি ইউক্রেনের আহ্বান

পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি ইউক্রেনের আহ্বান

পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : আগামী সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন তিনি। মঙ্গোলিয়া সফরকে সামনে রেখে পুতিনকে গ্রেপ্তারে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে, পুতিন যে একজন যুদ্ধাপরাধী, সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাকে গ্রেপ্তার ও নেদারল্যান্ডসের দি হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে তাঁকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে।

রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আইসিসি বলেছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।

আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বলেন, সদস্যদেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ