26 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী

বাংলাদেশে কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী

বাংলাদেশে কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র অর্থমন্ত্রী

বিএনএ, ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কুবিতে পদ্ম গোখরার ডিম উদ্ধার

আ হ ম মুস্তফা কামাল বলেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।

অর্থমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে- সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে। এখানেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ উর্বর ভূমি। ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে- বীর বাহাদুর

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ