বিএনএ বিশ্ব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ জনের বেশি। দেশটির ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ববিতে ক্যান্টিন বন্ধ করে পালালেন পরিচালক, দুর্ভোগে শিক্ষার্থীরা
এক টুইট বার্তায় ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মুলাউদজি বলেন, ভবনে অনুসন্ধান ও পুনরুদ্ধার অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। দলটি এ পর্যন্ত ৬৩ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।
জানা গেছে, ভবনটিতে অনানুষ্ঠানিকভাবে গৃহহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ২০০ এর বেশী মানুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ
বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা