18 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু আজ

বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু আজ

বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু আজ

বিএনএ, বরগুনা: বরগুনা-ঢাকা রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসবে। যাত্রী সংকটের কারণ দেখিয়ে গত ২২ আগস্ট বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ।

এম কে শিপিং লাইনসের বরগুনা লঞ্চঘাটের ব্যবস্থাপক এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা নদীবন্দর থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসার মধ্য দিয়ে এই রুটে আবারও লঞ্চ চলাচল করবে। যাত্রীদের কথা বিবেচনা করে লঞ্চের ভাড়াও কমানো হয়েছে। বরগুনা-ঢাকা ডেক ভাড়া করা হয়েছে ৫০০ টাকা। সিঙ্গেল কেবিন এক হাজার ৩০০ টাকা, ডাবল কেবিন দুই হাজার ৫০০ টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

আরও পড়ুন: ফেনীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, বৃহস্পতিবার থেকে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে।

লঞ্চ চলাচল শুরু হচ্ছে জানিয়ে বুধবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনা শহরে এম কে শিপিং লাইনসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বরগুনা-ঢাকা লঞ্চ চলাচল শুরু হবে শুনে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

উল্লেখ, গত ২২ আগস্ট যাত্রী সংকটের অজুহাতে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ।

আরও পড়ুন: একাদশে ভর্তি: আবেদন শেষ হলেও সংশোধনের সুযোগ

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ