25 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে: সিইসি

এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে: সিইসি

এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে: সিইসি

বিএনএ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে আন্তঃসম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এতে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ বা ১৮ বছর ধরে এনআইডির সঙ্গে সম্পৃক্ত। তাদের মাধ্যমেই এনআইডি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর সঙ্গে ভোটার তালিকা ডাটাবেজ ওতপ্রোতভাবে সম্পৃক্ত বলেও তারা মনে করছেন।

বুধবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যবস্থা নিতে সিইসির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি কিছুটা বুঝি, পুরোটা বুঝি না। আমি ইসি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমরা আলাপ-আলোচনা করে যদি কনভেন্সড হই, তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ