30 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে শিক্ষার্থী সানজানা আত্মহত্যা, বাবা গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষার্থী সানজানা আত্মহত্যা, বাবা গ্রেপ্তার

শিক্ষার্থী সানজানা আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর দক্ষিণখানে শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ আগস্ট মেয়ের মৃত্যুর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান হাজী ক্যাম্প এলাকায় নিজেদের বাসার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান সানজানা মোসাদ্দিকা। দুপুর সাড়ে ১২টার দিকে ওপর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে ভবনের উত্তর পাশে সানজানাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তার বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে তাঁর মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেছেন সানজানা। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক