14 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » লজ্জাবতী গাছের হাজারো গুণ!

লজ্জাবতী গাছের হাজারো গুণ!

লজ্জাবতী

লাইফস্টাইল ডেস্ক: গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লাজবন্তী গাছ নামেও পরিচিত। বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যেকোনো গাছ থেকে এ গাছকে আলাদা করা যায়। এটি এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। অন্যান্য গাছের চেয়ে এ গাছ অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে। যার কারণে এ গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে।

তবে আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এর আছে হাজারো গুণ। তাই আজ আমরা জানব এর উপকারিতা সম্পর্কে।

দাঁত ও মাড়ির ক্ষত সারাতে লজ্জাবতী বেশ কার্যকরী ভূমিকা পালন করে। লজ্জাবতী গাছের মূল ভালো করে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করে নিন ১২-১৫ মিনিট। এখন সেই সেদ্ধ কয়রা পানি দিয়ে কুলি করুন। দাঁত ও মাড়ির ক্ষত নিমিষে দূর করতে সহায়তা করবে।

এছাড়া বদহজম, আলসার, শ্বাসকষ্ট, পাইলস, পেট ফাঁপা এবং যেকোনো ক্ষত সারাতে লজ্জাবতী গাছের রস ভীষণ উপকারি।

ঘামের দুর্গন্ধ দূর করতে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার ক্বাথ তৈরি করে বগল ও শরীর ব্যবহার করলে এই রকম সমস্যা থেকে মুক্তি পাবেন।

লজ্জাবতীর মূল থেঁতো করে সিদ্ধ করে পানি ছেঁকে নিন। ছেকে নেয়া এই পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।

এছাড়া আমাশয় এবং হাত পায়ের জলুনির জন্য লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ