বিএনএ,স্পোর্টসডেস্ক : প্রায় পাঁচ মাস ধরে মাঠে নেই দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার(৩১ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই পেসার।অবসান হলো দেড় যুগের ক্যারিয়ার এই গতিদানবের।
এর আগে ২০১৯ সালের আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা।।২০০৫ সালে তার অভিষেক হয় দক্ষিণ আফ্রিকা একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩ টেস্ট খেলেছেন স্টেইন । ২২.৯৫ গড়ে উইকেট নিয়েছেন ৪৩৯টি, দেশের হয়ে যা সর্বোচ্চ। ১২৫ ওয়ানডেতে ২৫.৯৫ গড়ে তার উইকেট ১৯৬টি। আর ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৪ উইকেট নেন তিনি ১৮.৩৫ গড়ে। মাঝে মধ্যে ব্যাট হাতেও রেখেছেন অবদান; টেস্টে তার ফিফটি দুটি, ওয়ানডেতে একটি।
বিশ্বের অনেক টি-টোয়েন্টি লিগেও খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বাইরে ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ক্রিকেটে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ , শ্রীলঙ্কায়,ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানে।
বিএনএ/এমএম