বিষাক্ত মাশরুম খেয়ে পোল্যান্ডে দুই আফগান শরণার্থী শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পোল্যান্ডের পডকোয়া শহরের মেয়র আরতুর তুসিনেস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শিশু দুটির জন্য লিভার দান করতে অর্গান ডোনারদের প্রতি আহবান জানিয়েছেন।সূত্র : https://dailytimes.com.pk/
মেয়র জানান,শিশু দুটির লিভার ট্রান্সপ্লানটস প্রয়োজন। শিশুদ্বয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিউজ পোর্টাল ওকো ডট প্রেস জানায়, শিশুদ্বয়ের বাবা আফানিস্তানে ব্রিটিশ আর্মির অধীনে হিসাব রক্ষকের কাজ করতেন।
তালিবানরা আফগানিস্তান দখল করার পর ব্রিটেনের অনুরোধে আফগানিস্তানে কাজ করা পোলিশ সেনাবাহিনীর সদস্যরা ওই হিসাব রক্ষকের ১২ সদস্যের একটি পরিবারকে পোল্যান্ড নিয়ে যায়। গত ২৩ আগস্ট তারা সেখানে পৌঁছায়। শিশুগুলো মাইগ্র্যান্ড সেন্টারের বাইরে খেলতে খেলতে জঙ্গলে যায় এবং ভুলবশত বিষাক্ত মাশরুম খেয়ে ফেলে।
শিশুগুলোর বয়স ৬ ও ৮। তাদের বড় ১৭বছরের আরেকভাইও অসুস্থ হয়ে পড়েছিল। কিন্ত সে ধীরে ধীরে সুস্থতার পথে। বিএনএনিউজ২৪ডটকম, জিএন