বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামের আদালতের দোয়েল ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আইনজীবিরাও। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখাযায়, পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন। জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ তাদের নিয়ে আদালত প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করেন। এ সময় অন্যান্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল ওয়ারীশ বলেন, কারফিউ শিথিল হলেও সভাসমাবেশ করাসহ সাধারণ যে বিধি নিষেধ সেগুলো তো কার্যকর। তাই যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম।