27 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৫
Bnanews24.com
Home » ৫৭ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

৫৭ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

বিএনএ, ঢাকা: এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে ২৫৯টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২২৮টি শিল্প ইউনিটে স্থানীয় ও ২০টি শিল্প ইউনিটে শতভাগ বিদেশি এবং ১১টি শিল্প ইউনিটে যৌথ বিনিয়োগ রয়েছে। ফলে এই তিন মাসে নতুন করে ৫৭ হাজার ১৪৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ২১৮ দশমিক ৬৩৯ মিলিয়ন টাকা। প্রস্তাবিত এই বিনিয়োগের মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৬৪২ দশমিক ৪৪১ মিলিয়ন টাকা স্থানীয় এবং ৫৪ হাজার ৫৭৬ দশমিক ১৯৮ মিলিয়ন টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে।

গত বছরের এই সময়ে বিনিয়োগের মোট প্রস্তাব ছিল ২ লাখ ৪৮ হাজার ২১৫ দশমিক ৯৪৯ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এবছর মোট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত তিনমাসে বৈদেশিক বিনিয়োগে ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়াও সার্ভিস শিল্পখাত, প্রিন্টিং এন্ড পাবলিশিং শিল্পখাত, ফুড এন্ড এলাইড শিল্পখাত এবং বিবিধ শিল্পখাতেও উল্লেখ্যযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব রয়েছে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
উখিয়ায় নদীতে মিলল ইউপি সদস্যের মরদেহ রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ফেনী শহর নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের জন্য লাভজনক শুল্ক চুক্তির আশায় ঢাকা: শফিকুল আলম চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন পিআর কী: জামায়াত কাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাচ্ছে? জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা কক্সবাজারে সমুদ্রে তলিয়ে চবি ছাত্র নিহত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে দেখা যাবে গাজায় ইসরায়েলি হামলা, একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত