24 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম ১০: ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ জাপা প্রার্থীর!

চট্টগ্রাম ১০: ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ জাপা প্রার্থীর!

জাতীয় পার্টি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম -১০ আসনের  উপনির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম । সামসুল আলমের এপিএস একেএম নুরুলদীন জাহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

একেএম নুরুলদীন জাহেদ জানান, রোববার(৩০) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সামসুল আলম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে বেশ কিছু বুথে শূণ্য ভোট, মাত্র কয়েকটি কেন্দ্রে ২০-৩০টি ভোট পেয়েছে দেখতে পান। তাঁর হিসেবে পুরো ১০ আসনে ৫/৬ হাজার(প্রেস রিলিজে ৫/৬ ভোট) ভোট পড়ার কথা  কিন্তু ফলাফলে দেখানো হয়েছে ৫৪ হাজার  ৪৯৫টি ভোট পড়েছে।

এ ছাড়া জাপা প্রার্থী আরও অভিযোগ করেন, কিছু প্রিসাইডিং কর্মকর্তা অন্য প্রার্থীর প্রতীক সম্বলিত কার্ড লাগিয়ে ভোট গ্রহণ করছেন। কিছু কর্মকর্তা টেবিলের উপর তুলে মোবাইলে ফেসবুক দেখছেন।

তাই এ ধরনের ভোটে আগামী জাতীয় নির্বাচনে না যাওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের কাছে  অনুরোধ করেছেন  করেছেন তিনি।

উল্লেখ্য,চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩ টি। যা শতাংশের হিসেবে মাত্র ১১ দশমিক ৭০ শতাংশ।জামানত ফেরত পেতে প্রত্যেক প্রার্থীকে ন্যূনতম ৬ হাজার ৮৫৮ ভোট পেতে হতো। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া বাকি ৫ প্রার্থী মোট ভোট পেয়েছেন ৪ হাজার ২৪০টি।

নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। শতাংশের হিসেবে ২ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছে ১ হাজার ২৩০ ভোট। যা শতাংশের হিসেবে ২ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, শতাংশের হিসেবে ১ দশমিক ০১ শতাংশ। স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট। যা শতাংশের হিসেবে দশমিক ৮৩ শতাংশ। মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট। শতাংশের হিসেবে দশমিক ৬৪ শতাংশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ