21 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬


বিএনএ,বিশ্বডেস্ক :লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামি দলগুলোর মধ্যে এইন এল-হিলওয়েহ ক্যাম্পে এই সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে একজন ফাতাহ কমান্ডার ছিলেন । ১৯৪৮ সালে এইন এল-হিলওয়েহ শিবিরটি লেবাননের বৃহত্তম ৬৩ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী নিয়ে স্থাপিত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সপ্তাহান্তে সহিংসতা শুরু হয় যখন ইসলামপন্থী আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হয়। এতে গ্রুপের নেতাসহ আরও ছয়জন আহত হয়েছেন। রোববার পর্যন্ত উত্তেজনা বাড়তে থাকে। ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি এবং তার চার সহযোগীর মৃত্যু হয়।

লেবাননে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, শিবিরে সংস্থার সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনি সব জঙ্গি দলকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের অলঙ্ঘনীয়তাকে সম্মান করার আহ্বান জানান।
বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ