বিএনএ ডেস্ক: দ্বিতীয় টি টোয়েন্টিতে ১৫ বল হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে সহজ পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ। সিরিজ জয়ের স্বপ্ন এখন টাইগারদের সামনে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সিকান্দার রাজা ৫৩ বলে ৬২ ও রায়ান বুরাল ৩১ বলে ৩২ রান করেন। এছাড়া আর কোন ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক সৈকত ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এছাড়া মুস্তাফিজ ও হাসান মাহমুদ একটি করে উইকের শিকার করেন।
১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ৩৭ রানে দলের প্রথম উইকেট হারালেও হাল ধরে রাখেন লিটন দাস। ৩৩ বলে ৫৬ রান করেন তিনি। মুনিম শাহরিয়ার ৮ বলে ৭ ও এনামুল হক ১৫ বলে ১৬ রান করে আউট হন। এছাড়া আফিফ হোসেন ২৮ বলে ৩০ ও নাজমুল হোসাইন শান্ত ২১ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ভেড়ান।
টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী ২ আগস্ট।
বিএনএ/ এ আর