বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে হাজী জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩১ জুলাই) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামাল হোসেন ও মো. রাসেল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন নীলু আক্তার রিয়া।
অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, হাজী জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলা পরিচালনায় তাকে সহযোগিতা করেন অ্যাডভেকেট আবু ঈসা। রায়ের সময় আদালতে উপস্থিত থাকা ৩ আসামিকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান নোমান চৌধুরী।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ অক্টোবর চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেট থেকে হাত পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগ পত্র জমা দেন । একই বছরের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেয়া হয়।
বিএনএনিউজ২৪.কম/এনএএম