20 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পোশাক কারখানার খোলার ঘোষণায় ঝুঁকি নিয়েই ফিরছে শ্রমিকরা

পোশাক কারখানার খোলার ঘোষণায় ঝুঁকি নিয়েই ফিরছে শ্রমিকরা

পোশাক কারখানার খোলার ঘোষণায় ঝুঁকি নিয়েই ফিরছে শ্রমিকরা

বিএনএ, গাজীপুর : সারা দেশে  চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এ সময়ে হঠাৎ করে শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ১ আগস্ট থেকে শিল্প-কারখানা খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এ  ঘোষণা শোনার পরই চরম দুশ্চিন্তায় এবং অনিশ্চয়তার মধ্যেই গ্রাম থেকে ফেরা শুরু করেছেন শিল্প-কারখানার শ্রমিকেরা।

জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশাতে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প অঞ্চলের শ্রমিকরা  ফিরতে শুরু করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১১ টার দিকে  সরেজমিনে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে গিয়ে দেখা গেছে, শত-শত পোশাক শ্রমিকরা দলবেঁধে বিভিন্ন উপায়ে ফিরছেন শিল্প প্রতিষ্ঠানে।

শ্রমিকরা গণমাধ্যমকে জানান, সরকার মালিক ভাই -ভাই তাই বৃষ্টির মধ্যেও চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ফিরছে হচ্ছে কর্মস্থলে।

বিএনএনিউজ২৪/রুকন, আমিন

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর