17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মন্দ প‌রিহার ক‌রে স্মার্ট ছাগলনাইয়া গড়‌তে ৫ জুন দ‌লে দ‌লে কাপ পি‌রি‌চে ভোট দিন : মিজানুর রহমান মজুমদার

মন্দ প‌রিহার ক‌রে স্মার্ট ছাগলনাইয়া গড়‌তে ৫ জুন দ‌লে দ‌লে কাপ পি‌রি‌চে ভোট দিন : মিজানুর রহমান মজুমদার


ছাগলনাইয়া(ফেনী) : ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার এলাকাবাসীর প্রতি মন্দ প‌রিহার ক‌রে স্মার্ট ছাগলনাইয়া গড়‌তে ৫ জুন দ‌লে দ‌লে কাপ পি‌রি‌চে ভোট দেয়ার আহবান জা‌নি‌য়ে‌ছেন।

কাপ পি‌রিচ ছাগলনাইয়া

উপ‌জেলা সদরস্থ কাপ-পিরিচ মার্কার প্রধান নির্বাচনী কার্যালয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে শুক্রবার (৩১‌মে ) মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় প্রার্থী বলেন, আজ কোন দলের আলোচনা নয়। আমাদের ছাগলনাইয়াকে এগিয়ে নিতে হবে,
সাজাতে হবে। যুবসমাজের চিন্তা সুন্দর করতে,
মাদকাসক্তি থেকে ফিরিয়ে সুস্থ সুন্দর জীবন দিতে হবে, মা বোনের নিরাপত্তা দিতে হবে, কর্মময় জীবনে ফিরে আসতে হবে।

মন্দ প‌রিহার ক‌রে স্মার্ট ছাগলনাইয়া গড়‌তে ৫ জুন দ‌লে দ‌লে কাপ পি‌রি‌চে ভোট দিন : মিজানুর রহমান মজুমদার
মিজানুর রহমান মজুমদার

সমাজে রাজনীতি একটা অংশ। জীবনে ধর্ম আছে, ভালোমন্দ আছে আরও আছে অধিকার।

আজ নিজেদের  সুন্দর নিরাপদ  জীবন গড়তে আমরা এক হয়ে লড়াই করবো। মন্দ কে দূরে ফেলে ভালোকে কাছে টেনে নেবো। আধুনিক স্মার্ট ছাগলনাইয়া উপজেলা গড়ে তুলবো আমরা ছাগলনাইয়ার সব সন্তানেরা। সভায় উপ‌জেলা জাতীয় পা‌র্টি নেতৃবৃন্দ বক্তব‌্য রা‌খেন।

এস‌জিএন

 

Loading


শিরোনাম বিএনএ