বিএনএ, নরসিংদী : নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া ঈদগাহ এর পাশের হাড়িধোয়া নদী থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে সাদা কাপড়ে পেঁচানো এক মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে নৌ পুলিশকে খবর দিলে তারা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মরদেহটি শুকিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৃষ্টিপাতে কোনো কবরস্থান নদীতে ভেঙে পড়ায় মরদেহটি ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী