22 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে ভুয়া শিক্ষার্থী শনাক্ত, ক্লাস করেছেন ২ বছর

চবিতে ভুয়া শিক্ষার্থী শনাক্ত, ক্লাস করেছেন ২ বছর

চবিতে ভুয়া শিক্ষার্থী শনাক্ত, ক্লাস করেছেন ২ বছর

বিএনএ, চবি: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইতিহাস বিভাগে ২ বছর ক্লাস করার পর তাকে ভুয়া শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) বিভাগের ২০২ নম্বর কোর্সের টিউটোরিয়াল পরীক্ষা দেওয়ার সময় শনাক্ত হয় সে। এই ‘ভুয়া ছাত্র’ ছাত্রলীগ পরিচয়ে সংঘর্ষেও জড়িয়েছেন কয়েকবার।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত ২১ মে দ্বিতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের দুই উপগ্রুপ। এই ঘটনায় ছাত্রলীগের ২৩ কর্মীকে শোকজ করে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এ ঘটনায় জড়িত গ্রুপ দুটি হলো ‘বিজয়’ ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। সংঘর্ষের ঘটনায় শনাক্তদের শোকজের নোটিশ পাঠাতে গেলে ওই ভুয়া শিক্ষার্থীর নাম, আইডি কিছুই মিলছিলো না বলে জানান তদন্ত কমিটি। তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাডেমিক সেকশনে খোঁজ নিয়ে দেখে ওই নামের কোনো শিক্ষার্থীর নাম বা আইডি নেই, সে ভুয়া শিক্ষার্থী হিসেবে দুই বছর ক্লাস- পরীক্ষা দিচ্ছে।

সহপাঠীরা জানান, ইমন প্রথম বর্ষ থেকেই ক্লাস করে। সে বিভাগের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকে। ক্লাসে যে অনুপস্থিত থাকতো সে তার আইডিতে উপস্থিত দিতো। আমরা ভাবতাম সে প্রক্সি দিচ্ছে। এখন বিষয়টি সামনে আসার পর বুঝতে পারছি সে ভুয়া ছিলো। আমরা পরে তার সাথে যোগাযোগ করতে গেলে তার ফেইসবুক আইডি নষ্ট করে দেয়। এমনি ফোনও বন্ধ করে রাখে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সদস্য সচিব রিফাত রহমান বলেন, আমরা ছাত্রলীগের সংঘর্ষে রাব্বির সম্পৃক্ততা পাওয়ায় তদন্ত করতে গিয়ে তাকে ভুয়া ছাত্র হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়ছি। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বিএনএনিউজ/ সুমন/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ