27 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

সাতকানিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

সাতকানিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ হলে এ দিবস উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা আবু রায়হান রায়হান ছিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম মাহবুব প্রমুখ।

বক্তারা যত্রতত্র তামাকজাত পণ্য বিক্রি বন্ধে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার আইনের প্রয়োগের উপর গুরোত্বারোপ করে বলেন, ধূমপান, তামাকজাত দ্রব্যের উৎপাদন ব্যবহার, বিক্রয় বিপণন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন রয়েছে। সে আইন অনুযায়ী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলে যত্রতত্র তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। যত্রতত্র তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলেই তামাকজাত দ্রব্যের চাহিদা কমবে।

বিএনএনিউজ/এসএমএনকে,বিএম

Total Viewed and Shared : 12,536 


শিরোনাম বিএনএ