28 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দাঁত দিয়ে নখ কাটলে কী ক্ষতি হয়?

দাঁত দিয়ে নখ কাটলে কী ক্ষতি হয়?

দাঁত

লাইফস্টাইল ডেস্ক: যেসব অভ্যাস মানুষের শরীরের ক্ষতি করে তা বদ অভ্যাস বলেই পরিচিত। এমনই একটি পরিচিত বদ অভ্যাস হলো দাঁত দিয়ে নখ কাটা। ছোটবেলার এই কাজটি অনেকে বড় হলেও করে থাকেন।

অভ্যাসে, অনভ্যাসে অনেকেই দাঁতে নখ কাটেন। এরপর থু করে সেই নখ ফেলে দেন। কেউ কেউ মানসিক উদ্বেগ ও চিন্তা দূর করতে এই অভ্যাসের বশবর্তী হয়ে পড়ে। কারণ যাই হোক, এই কাজটি কিন্তু মোটেও ঠিক নয়।

মুখ থেকে নখ ফেলে দিলেও এই অভ্যাস যথেষ্ট ক্ষতি করে। কেন এই অভ্যাসটি ক্ষতিকর, চলুন জেনে নিই-

দাঁতে নখ কাটলে নখ ও আঙুলের ডগায় থাকা ময়লা ঢুকে যায় মুখে ও শরীরে। ফলে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। মনে রাখবেন, হাত যতই ধুয়ে থাকুন না কেন, আঙুলে ময়লা থাকবেই। এই ময়লা দেহে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

নখ খাওয়ার অভ্যাস থাকলে আঙুল তথা নখ সংক্রমিত হয়। এতে নখকুনি-সহ অন্যান্য ত্বকের সমস্যা দেখা দেয়।আবার অনেকের আঙুলে কড়া থাকে। নখ খাওয়ার অভ্যাস থাকলে সেই জীবাণু ছড়িয়ে পড়ে অন্য নখেও।

এই বাজে অভ্যাসের কারণে ক্ষতি হয় দাঁতেরও। উঠে যায় দাঁতের এনামেল। সংক্রমিত হয় মাড়ির অংশও। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসের কারণে মুখে, নিঃশ্বাসে দুর্গন্ধ বা হ্যালিটোসিসও হতে পারে।

দাঁতে নখ কাটলে নষ্ট হয়ে যায় নখের আকারও। ফলে নখ দেখতে মোটেও সুদৃশ্য লাগে না। এই অভ্যাস থাকলে বিষক্রিয়ার আশঙ্কা থেকে যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ