বিএনএ, (আনোয়ারা) চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট ইমরান হোসেন (বাবু)। মঙ্গলবার (৩১ মে) সকাল ১১ টা নাগাদ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
তিনি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি’র সহকারী একান্ত সচিব। তিনি বিদ্যালয়ের ২০০২ সালের প্রাক্তন ছাত্র ।
তিনি ২০১৬ সালে উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চট্টগ্রামস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিএনএ/নাবিদ, এমএফ